ধীবর-বৃত্তান্ত

         -- কালিদাস

মূলগ্রন্থ : 'অভিজ্ঞান শকুন্তলম্' নাটকের ষষ্ঠ অঙ্ক

তরজমা : সত্যনারায়ণ চক্রবর্তী      


1.  'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি বাংলায় তরজমা করেছেন- 

A) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত                

B) নবারুণ ভট্টাচার্য 

C) সত্যনারায়ণ চক্রবর্তী            

D) সত্যপ্রিয় রায়


2. যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন,তিনি হলেন -

A) ঋষি দুর্বাসা                   

B) বিশ্বামিত্র               

C) মহর্ষি কণ্ব                      

D) কৃপাচার্য 


3. শকুন্তলা এবং দুষ্মন্তের বিয়ের সময় মহর্ষি কণ্ব যেখানে গিয়েছিলেন, তা হলো-

A) তপোবনে                      

B) হস্তিনাপুরে                

C) তীর্থে                  

D) শিষ্যের আশ্রমে


4. ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে, ছিল-

A) রাজার ছবি                        

B) রানীর নাম

C) রাজার খোদাই করা নাম      

D) শকুন্তলার ছবি


5.  'তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি' - এই উক্তিটির বক্তা হলেন-

A) সূচক           

B) প্রথম রক্ষী             

C) ধীবর             

D) রাজশ্যালক


6.  "যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে, সেই বৃত্তি নিন্দনীয় (ঘৃণ্য) হলেও তা পরিত্যাগ  করা উচিত নয়।" - উক্তিটির বক্তা

A) রাজশ্যালক

B) জানুক

C) সূচক

D) ধীবর


7. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে যায় 

A) শচীতীর্থে          

B) তপোবনে    

C) রাজসভায়         

D) শক্রাবতারে


8. “এই জেলে যমের বাড়ি গিয়ে ফিরে এল।” – বক্তা কে ?

A) প্রথম রক্ষী          

B) দ্বিতীয় রক্ষী    

C) শ্যালক         

D) A ও B উভয়ই 


9. “এ যে শূল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো।”-বক্তা কে ?

A) সূচক          

B) জানুক    

C) শ্যালক         

D) জেলে


10. আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে

A) দামী রত্ন বসানো বলে          

B) হারানো জিনিস ফিরে পেয়েছে বলে    

C) কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে বলে         

D) সবগুলি


উত্তরমালা :

1. C) সত্যনারায়ণ চক্রবর্তী   

2. A) ঋষি দুর্বাসা   

3. C) তীর্থে

4. C) রাজার খোদাই করা নাম  

5. D) রাজশ্যালক

6. D) ধীবর

7. A) শচীতীর্থে

8. B) দ্বিতীয় রক্ষী    

9. A) সূচক

10. C) কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে বলে