'কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি'

        -  মুকুন্দ চক্রবর্তী

মূলগ্রন্থ : চণ্ডীমঙ্গল


1. 'কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি' কবিতাটির কবি কে ?

A) সৈয়দ আলাওল        

B) মুকুন্দ চক্রবর্তী 

C) কালিদাস                  

D) বিষ্ণু দে


2. 'কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি' কবিতাটির মূলগ্রন্থ কোনটি ?

A) চন্ডীমঙ্গল      

B) ধর্মমঙ্গল 

C) অন্নদামঙ্গল     

D) মনসামঙ্গল


3. "সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ" --'চিকুর' শব্দের অর্থ কী ?

A) তাল                

B) নারকেল

C) বিদ্যুৎ              

D) চুল


4.  "কলিঙ্গে সোঙরে সকল লোক" -- কলিঙ্গবাসী কাকে স্মরণ করে ?

A) মহাদেব            

B) জৈমিনি

C) হনুমান             

D) চন্ডী


5. কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল ?

A) তিন দিন               

B) চার দিন 

C) পাঁচ দিন               

D) সাত দিন


6.  "মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান" --কে মঠ-অট্টালিকা ভেঙে খানখান করে ?

A) প্রবল ঝড়           

B) হনুমান 

C) চন্ডী                  

D) মহাদেব


7. " মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান।" - বীর হনুমান কার আদেশে এমন করেন -

A) শিব            

B) চণ্ডী

C) জৈমিনি        

D) ইন্দ্র


8. "কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ 

........গণিয়া প্রজা ভাবয়ে বিপদ ।।"  

--- শূন্যস্থানে বসবে 

A) বিপদ           

B) শঙ্কা    

C) ঝটিকা         

D) প্রলয়


9.   “...... উড়িল মেঘ সঘনে চিকুর।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর।।” --- শূন্যস্থানে বসবে 

A) উত্তরে          

B) নৈঋতে    

C) ঈশানে         

D) পশ্চিমে


10. “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কন” – ‘শ্রীকবিকঙ্কন’ হলেন –

A) মুকুন্দ চক্রবর্তী         

B) ভারতচন্দ্র রায়    

C) সৈয়দ আলাওল        

D) বিজয়গুপ্ত


উত্তরমালা :

1. B) মুকুন্দ চক্রবর্তী 

2. A) চন্ডীমঙ্গল

3. C) বিদ্যুৎ   

4. B) জৈমিনি

5. D) সাত দিন

6. B) হনুমান

7. B) চণ্ডী

8. D) প্রলয়

9. C) ঈশানে

10. A) মুকুন্দ চক্রবর্তী