ইলিয়াস 

          - লিও তলস্তয়

তরজমা - মণীদ্র দত্ত 


1. "সত্যিই ভাগ্য যেন চাকার মতো ঘোরে; একজন উপরে উঠে তো আর একজন তলায় পড়ে যায়।" -- বক্তা হলেন 

A) ইলিয়াস             

B) মহম্মদ শা

C) অতিথি               

D) শাম-শেমাগি


2. 'ইলিয়াস' গল্পটি বাংলায় তরজমা করেন

A) মণীদ্র দত্ত        

B) সত্যনারায়ণ চক্রবর্তী

C) অনিন্দ্য সৌরভ        

D) শঙ্খ ঘোষ


3.  ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে কার খুব দুঃখ হয়েছিল ?

A) মোল্লা সাহেবের       

B) মহম্মদ শার 

C) অতিথির               

D) কোনোটিই নয়


4.  পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ইলিয়াসের সম্পত্তি হয়েছিল 

A) সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়া

B) দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ আর বারোশো ভেড়া

C) দেড়শো ঘোড়া,  দুশো গোরু-মোষ আর বারোশো ভেড়া

D) দুশো ঘোড়া, তিনশো গোরু-মোষ আর বারোশো ভেড়া


5. "এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন।" -- তিনি হলেন 

A) ইলিয়াস             

B) ইলিয়াসের স্ত্রী

C) মহম্মদ শা          

D) অতিথি


6. ইলিয়াসের

A) এক মেয়ে, দুই ছেলে

B) দুই ছেলে, এক মেয়ে

C) এক মেয়ে, এক ছেলে

D) তিন ছেলে, দুই মেয়ে


7. ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যায় ?

A) এক          

B) দুই    

C) তিন         

D) চার


8. ‘ইলিয়াস’ গল্পানুযায়ী নীচের কোন তথ্যটি সঠিক নয় ?

A) ইলিয়াসের প্রথমে সম্পত্তি ছিল- পাঁচটি ঘোটকী, দুটি গোরু আর কুড়িটা ভেড়া

B) ইলিয়াসের বড়ো ছেলেটি মারামারিতে পড়ে মারা যায়    

C) ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো ভেড়া মারা যায়

D) ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগলি ‘কিরবিজ’রা চুরি করে


9. ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়েছিল

A) ৭০

B) ৭২

C) ৭৪

D) ৭৫


10. “যতদিন ধনী ছিলাম, কখনও সুখ পাইনি।” – বক্তা হলেন

A) ইলিয়াস 

B) ইলিয়াসের স্ত্রী

C) মহম্মদ শা

D) ইলিয়াসের ছোটো ছেলে


উত্তরমালা :

1. C) 

2. A) 

3. B) 

4. B

5. B

6. B

7. A) 

8. A

9. B

10. B